শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বেলেঘাটার সুরেন সরকার স্ট্রিটে একটি লোহার ছাটের কারখানায় আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল।
সূত্রের খবর, দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এখনো পর্যন্ত তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানা গেছে। স্থানীয়দের মতে- আশপাশের এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে কারখানা থেকে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা।শেষ পাওয়া খবর অনুযায়ী এই অগ্নিকান্ডে আহত হয়েছেন দু’জন। দমকল কর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
ফোর্টিন টাইমলাইন ,বেলেঘাটা, কলকাতা ।