kolkata: মধ্যবিত্তের পকেটে আগুন, দাম বাড়ছে আমূল দুধের।

আরও পড়ুন

শুক্রবার থেকেই দাম বাড়ল আমূল ব্র্যান্ডের দুধের। এর ফলে চিন্তায় মধ্যবিত্ত পরিবার। এবার থেকে ৫০০ মিলিলিটার আমুল তাজা কিনতে হলে খসাতে হবে ২৭ টাকা। ৫০০ মিলিলিটার আমূল গরুর দুধের দাম ২৮ টাকা এবং ৫০০মিলিলিটার আমূল মহিষের দুধ এখন মিলবে ৩৫ টাকায়। আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, “গুজরাট ছাড়া দিল্লি, মুম্বই ও কলকাতার বাজারে আমরা প্রতি লিটার দুধের দাম বাড়িয়েছে ৩ টাকা।

ফোর্টিম টাইমলাইন,কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close