Kolkata : টেন্ডার ও চাকরি পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা

আরও পড়ুন

বিভিন্ন রাজ্যের সাস্থ দফতরের টেন্ডার এবং চাকরি পাইয়ে দেয়ার নাম প্রায় ৩৭ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার ধৃত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম বুধাদিত্য চট্টপাধ্যায়। বাড়ি কসবার রথতলায়। সোমবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হলে ২১ অক্টবর পর্যন্ত পুলিশি হেফাজত হয় ।

পুলিশি সূত্রের খবর, একাধিক সংস্থার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে বুধাদিত্য নাম ওই ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের দাবি, লকডাউনের সময়ে বেশ কয়েকটি ওয়েবসাইট খোলে ধৃত ওই ব্যক্তি। বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরের দরপত্র পাইয়ে দেওয়ার কথা বলে ওয়েবসাইটের মাধ্যমে একাধিক ওষুধ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তি। বেঙ্গালুরুর একটি সংস্থাকে টোপ দিয়ে ২৬ কোটি টাকা নেওয়া হয় বলে অভিযোগ। ধৃত ওই ব্যক্তি ভুয়ো নথি তৈরি করে স্বাস্থ্য দফতরের আধিকারিকের সই ও স্ট্যাম্প নকল করে সেই সংস্থাকে পাঠায়। সেই নথি স্বাস্থ্য দফতরে পৌঁছলে সব পরিষ্কার হয়। প্রথমে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করে ওই সংস্থা। পরে আনন্দপুর থানাতেও অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আরও জানিয়েছে, কলকাতার একটি সংস্থাকে দরপত্র পাইয়ে দেওয়ার নামে ৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল শেক্সপিয়র সরণি থানায়। যা চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বুধাদিত্য। হাই কোর্ট অভিযুক্তকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। সোমবার শেক্সপিয়র সরণি থানায় যায় বুধাদিত্য। সন্ধ্যায় বেরোতেই বুধাদিত্যকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close