ঠিক ১৬ বছর আগে ২০০৬ সালের ৪ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে বামফ্রন্ট সরকারের অন্যায় আদেশের বিরুদ্ধে হুগলির সিঙ্গুর আন্দোলনে অনশনে বসেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনিও অনিচ্ছুক জমিদাতাদের হয়ে আন্দোলনে নেমেছিলেন। ক্ষমতাবানদের লোভে যারা অসহায় হয়ে পড়েছিল, তাদের জন্য লড়াই করা আমার নৈতিক দায়িত্ব ছিল। আমার মধ্যে যে লড়াই বেঁচে থাকে। আমি কখনই আমার জনগণের অধিকারকে হুমকির সম্মুখীন হতে দেব না। এমন টুইট বার্তায় খুশি সিঙ্গুরের মানুষ।
16 yrs ago today, I began my hunger strike for the farmers of Singur & rest of the nation.
It was my moral duty to fight for those who were left helpless due to the greed of the powerful.
That fight in me lives on. I’ll never let the rights of my people be threatened!
— Mamata Banerjee (@MamataOfficial) December 4, 2022
ফোর্টিন ওয়েবডেস্ক কলকাতা।