Kolkata: সংগঠনের হৃৎপিণ্ডকে খুঁজে বার করতে চান মানস

আরও পড়ুন

ডি এ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে জমছে ক্ষোভ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সরকারি কর্মচারীদের ক্ষোভ কমাতে তৎপর শাসকদল। তাই মানস ভূইঞার মত পোড় খাওয়া রাজনীতিবিদকে সাংগঠনিক কাজে লাগাতে চাইছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার নেতৃত্বের নির্দেশ অনুযায়ী মানস ভূইঞাকে সরকারি কর্মচারীদের ফেডারেশনের বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করল তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ ফেডারেশন। আগামী ৪ ডিসেম্বর মৌলালি যুবকেন্দ্র পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে একটি রাজনীতিক সভার আয়োজন করা হয়েছে। আর এই সভায় আমন্ত্রিত থাকবেন মানস ভূইঞা। এবিষয়ে তিনি জানান, সরকারি কর্মচারীদের সংগঠনের সঙ্গে তিনি কোনদিনই সরাসরি যুক্ত ছিলেন না। কিন্তু দল তাকে দায়িত্ব দিয়েছে- ফেডারেশনের সদস্য খুঁজে বার করতে। সেই দায়িত্ব পালন করবেন তিনি। এদিন তিনি অভিযোগের সুরে বলেন- বামফ্রন্টের কো-অর্ডিনেশন কমিটি এবং ১২ জুলাই কমিটি এখনও সক্রিয় রয়েছে। অনেক ক্ষেত্রে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। আবার কোথায় কোথায় রাজ্যের প্রধান রাজনৈতিক দলকে ইন্ধন যুগিয়ে দেওয়ার কাজ করছেন বলে এদিন অভিযোগ করলেন মানস ভূইঞা। তিনি বলেন, আমার কাজ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনুপ্রাণিত সরকারি কর্মচারীদের বাছাই করে একটা আইডেন্টিফাইড ইউনিট তৈরি করা। এছাড়া ৪ ডিসেম্বর এই সভায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

কলকাতা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close