Kolkata : দরজা খোলা রেখেই ছুটলো মেট্রো, চিৎকার যাত্রীদের!

আরও পড়ুন

বুধবার সকালে অফিস টাইমে দরজা খোলা অবস্থায় ছুটল মেট্রো। ঘটনাটি ঘটেছে কুঁদঘাট মেট্রো স্টেশন থেকে কালীঘাট স্টেশন পর্যন্ত মেট্রো ট্রেনটি দরজা খোলা অবস্থাতেই ছুটছিল। মেট্রোর সেই কামরার দরজা কিছুতেই বন্ধ হচ্ছিলো না বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কে সৃষ্টি হয়েছে নিত্য মেট্রো যাত্রীদের মধ্যে।

অফিস টাইমের জন্যে সেই সময় নিত্য যাত্রীদের প্রচন্ড ভিড় থাকে। একটি রেকের দরজা খোলা থাকায় আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। এরপর আরপিএফ-কে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে তারা যাত্রীদের নিরাপত্তার জন্য গার্ড দিতে শুরু করেন। কালীঘাট স্টেশনে মেট্রো রেল গাড়িটি পৌঁছলে অবশেষে বন্ধ হয় মেট্রোর দরজা। সেখানে ডাকা হয় মেট্রো ইঞ্জিনিয়ারদেরকে। তাদের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারনে এমন ঘটনার সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত এবং উত্তেজিত হয়ে পড়েন। কলকাতায় কিছুদিন ধরেই মেট্রো বিপত্তি চলছে। ট্রেন লেট আসা নিয়ে কয়েকদিন ধরেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীদের। কালীঘাট স্টেশনে মেট্রোর রেকটির দরজা বন্ধ হওয়ায় বড়-সড় দুর্ঘটনার থেকে বেঁচে গিয়েছেন যাত্রীরা।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close