Kolkata:পার্থ চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা স্থিতিশীল, জানাল এসএসকেএম

আরও পড়ুন

কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল (এস এস কে এম) হাসপাতাল জানিয়ে দিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমানে এ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, শনিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই ডি) তাকে গ্রেফতার করে । এদিন সন্ধ্যেবেলায় পার্থৌগে পার্থ বাবুকে এসএসকেএম-এর আইসিসিইউ-তে ভর্তি করানো হয়। রাতে আইসিসিইউতেই চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান মন্ত্রী পার্থ।

সূত্রের খবর, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। রবিবার সকালে এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালের তুলনায় স্থিতিশীল রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার আচমকা তাঁর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন ইডি-র আধিকারিকরা। লাগাতার ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল,শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। দু’ দিন পার্থকে হেফাজতে রাখার আদেশ পেয়েছে ইডি। তাদের বক্তব্য, তদন্তে সহযোগিতা করছেন না মন্ত্রী। যে কারনে তাঁকে হেফাজতে রেখেই জেরা করতে চান তারা। এদিকে পার্থর আইনজীবী বলেন, বাড়িতে তল্লাশি চলাকালীন দুই বার মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন।

উল্লেখ্য, এদিন ব্যাঙ্কশাল আদালতে ইডি-র আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিন হেফাজতে রাখার আবেদন করেন। এরপর আরও অসুস্থ বোধ করেন তিনি। যদিও আদালতের নির্দেশে সোমবার পর্যন্ত তাঁকে হেফাজতে রাখতে পারবে ইডি। কিন্তু এরপরই তিনি আরও অসুস্থ হয়ে পড়ায় আদালতের নির্দেশেই এসএসকেএম হাসপাতালে পার্থকে নিয়ে যাওয়া হয়। হুইল চেয়ারে করে জেনারেল ইমার্জেন্সি বিভাগে প্রথমে নিয়ে আসা হয়। রাতেই কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় তাঁকে। ইতিমধ্যেই ৬ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। কার্ডিওলডি, বক্ষ, অর্থপেডিক, নেফ্রোলজি , মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকেরা রয়েছেন এই বিশেষজ্ঞদের দলে।

ফোর্টিন টাইম লাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close