Kolkata: পথচারীকে মেরে আত্মঘাতী পুলিশ

আরও পড়ুন

আচমকাই ভরদুপুরে পার্ক সার্কাসে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ২ জনের। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে পুলিশের গুলিতে ১ মহিলার মৃত্যুহয়। পরে সেই পুলিশকর্মী নিজেইগুলি চালিয়ে আত্মঘাতী হন । রাস্তার পাশে পড়েছিল পুলিশের মৃতদেহ, পাশে বন্ধুকও।

সূত্রের খবর- ঘটনাটি ঘটেছে কলকাতার পার্ক সার্কাসে। ভরদুপুরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী । ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা, সম্ভবত তখন-ই গুলি লাগে তাঁর।

উল্লেখ্য, প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই মহিলার সঙ্গে আরও কেউ একজন ছিলেন। তারও গুলি লেগেছে বলে দাবি স্থানীয়দের।

এছাড়া স্থানীয়দের বিবিবিবিবক্তব্য, এলোপাথাড়ি গুলি করার পর ওই মহিলার গায়ে গুলি লাগে। তারপরেই ওই পুলিশকর্মী নিজেকে গুলি করেন বলে দাবি প্রত্যক্ষদর্শী দের। আট-দশ রাউন্ড স্থানীয় বাসিন্দ মন ঘটনার কথা শুনেই এলাকায় আসছেন পুলিশকর্মীরা। এমন অস্বাভাবিক ঘটনা ঘটার মিনিট কুড়ির মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছক কি পুলিশকর্মীরা। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

এলাকায় এসে পৌঁছেছেন লালবাজারের পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল নিয়ে যাওয়া হয় আগ্নেয়াস্ত্রটি।এছাড়া স্থানীয় বাসিন্দাদের দাবি- এলোপাথাড়ি গুলি চালানোয় কাছেই একটি গাড়িতে গুলি লেগেছে এমনকি পাশেই একটি গ্যারেজেও লাগে গুলি। তখনই একটি বাইকে মহিলার গায়ে গুলি ল হতে পারত এলাকায়। আচমকা এই ঘটনা ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close