Kolkata & Raiganj: সততার প্রশ্নে ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ মোহিতের

আরও পড়ুন

উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে সম্পত্তি বৃদ্ধি নিয়ে যিনি মামলা করেছেন তার বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিলেন মোহিত সেনগুপ্ত। বুধবার তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে মোহিতবাবুর বিরুদ্ধে অভিযোগ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসুর অভিযোগের ভিত্তিতেই মোহিতবাবু এই হুমকি দিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের ১৯ জন নেতার অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি নিয়ে ইডিকে তদন্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।সোমবার আদালত এই আদেশ দিলেও তৃণমূল কংগ্রেস নেতারা মুখে কুলুপ এঁটেছিলেন। বুধবার তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক হয়। বৈঠকে অভিযুক্ত ছয় নেতা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকার প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিযোগ করেন- সংবাদ মাধ্যম শুধু ১৯ জন তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীদের নিয়ে প্রচার করছেন। এই তালিকায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আবু হেনা, অশোক ভট্টাভার্য, সূর্যকান্ত মিশ্র, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত-সহ অজস্র বাম, কংগ্রেস নেতারা। মোহিতবাবুর নাম ব্রাত্য বসু উল্লেখ করায় মোহিতবাবু জানান, ‘৯২ সাল থেকে ‘৯৬ এবং ২০০৩ সাল থেকে ‘১৬ পর্যন্ত রায়গঞ্জ পুরসভার পুরপিতা ছিলেন। ২০১১ এবং ২০১৬ দু’দু’বার বিধায়ক ছিলেন। তার সম্পত্তি বৃদ্ধি হলে আইন যে সাজা দেবে সেটাই মেনে নেবেন। তিনি চ্যালেঞ্জ করেন ইডি এসে দেখে যাক। আমাদের নাম জুড়ে দেওয়ায় হাসির খোরাক হচ্ছে।আসলে তৃণমূল কংগ্রেস এগুলি বানিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে মোহিতবাবু অভিযোগ করেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারলে মামলাকারীর বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করার হুমকি দিয়েছেন মোহিতবাবু।

 

ফোর্টিন টাইম লাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close