Kolkata : পশ্চিমবঙ্গে রেকর্ড মদ বিক্রি হল হোলিতে

আরও পড়ুন

দোল-হোলিতে মদের ফোয়ারা জেলায় জেলায় মদের দোকানগুলিতে উপচে পড়েছিল ভিড়।এবার রেকর্ড মদ বিক্রি হল পশ্চিমবঙ্গে। ফলে রাজ্য কোষাগারে যে ভালো পরিমাণে টাকা ঢুকল, তা বলাই বাহুল্য।

সূত্রের খবর, রাজ্যে গত বছরের তুলনায় এবছর হোলিতে প্রায় ৩৫ শতাংশ মদের বিক্রি বেড়েছে। মদ ব্যবসায়ীদেরও বক্তব্য, আগেরবারের তুলনায় এবছর বিক্রি বেশি হয়েছে। এই রাজ্যের পাশাপাশি মদ বিক্রিতে রেকর্ড করেছে অন্য রাজ্যগুলিও। দিল্লিতে মদ বিক্রির পরিমাণ পার করে ফেলেছে নিউ ইয়ারের রেকর্ডকেও। অসমেও হোলিতে রেকর্ড পরিমাণে মদ বিক্রি হয়েছে। হোলি ও দোলের দিনে অসমে বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি টাকার মদ।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close