Kolkata : লরির ধাক্কায় মৃত স্কুল পড়ুয়া, আহত আর ১

আরও পড়ুন

অটোতে লরির ধাক্কায় মৃত্যু হল এক পড়ুয়ার। গুরুত্বরভাবে আহত ওপর ১ জন। সেই দুই পড়ুয়ার নাম সুদীপ্তা বিশ্বাস এবং পিঙ্কি দেবনাথ। শুক্রবার ঘটনাটি ঘটেছে টালিখোলা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সূত্রের খবর, মৃত ওই ছাত্রীর সুদীপ্তা বিশ্বাসের বাড়ি কোতয়ালি থানার চকদিনগর নিমতলাপাড়ায়। সুদীপ্তা ও পিঙ্কি দু’জনেই চকদিনগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্কুল ছুটির পর তারা অটোয় চেপে বাড়ি ফিরছিল। সেই সময় পিছন থেকে একটি লরি এসে সেই অটোয় সজোরে ধাক্কা মারে। ফলে, রাস্তায় ছিটকে পরে ওই স্কুল পড়ুয়ারা। ছিটকে পরে সুদীপ্তা লরির চাকার নিচে চলে আসে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পিঙ্কি এবং অটো চালককে উদ্ধার করে চকদিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে পিঙ্কি এখন সেই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় লরিটি ও লরির চালককে আটক করা হয়েছে। এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close