জলপথে কয়লা পাচারের ছক বানচাল করল কুলতলি থানার পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে কুলতলির চুপড়িঝাড়া পঞ্চায়েতের বানীরঢাল খেয়াঘাটে। কয়লাগুলি পাচার করার আগেই কুলতলি থানার পুলিশের হাতে ট্রলারটি আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৫ টন কয়লা। সেই সঙ্গে মাঝি-সহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বাংলাদেশের জাহাজ থেকে কয়লা চুরি করে সুন্দরবনের ঠাকুরান নদীতে ট্রলারে করে পাচার করা হচ্ছিল। সেই সময় কুলতলি থানার পুলিশ সেই ট্রলারটি আটক করে। পুলিশি সূত্রে খবর, তাদের কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, কুলতলি, মৈপীঠ উপকূল থানা এলাকায় একাধিক ইটভাটায় এই কয়লা নিয়ে আসা হচ্ছিল। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।