মূল্য বৃদ্ধি নিয়ে নাজেহাল জনজীবনে। আগামীকাল থেকেই অর্থাৎ ১৭ আগস্ট বাড়তে পারে দুধের দাম।
সূত্রের খবর ,বুধবার থেকেই দুধের দাম বাড়তে চলেছে বলে জানিয়েছে দেশের দুই সংস্থা আমুল এবং মাদার ডেয়ারি। দুই সংস্থাই লিটার প্রতি দুধের দাম বাড়াচ্ছে ২ টাকা করে। উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার ফলেই দুধের দাম বাড়ানো হচ্ছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। আমুলের ঘোষণার কিছু পরেই মাদার ডেয়ারির তরফেও ঘোষণা করে জানানো হয়, লিটার প্রতি ২ টাকা করে দুধের দাম বাড়াচ্ছে তারাও। আর সেই নতুন দাম ধার্য হবে বুধবার, ১৭ আগস্ট থেকেই। সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় সংস্থার এক আধিকারিক বলেন, গত পাঁচ মাস ধরেই আনুষঙ্গিক খরচ বাড়ছিল। তাই বাধ্যত এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। সংস্থার বাড়ানো মূল্যের হিসেবে এবার প্রতি লিটার মাদার ডেয়ারির ফুল ক্রিম মিল্কের দাম হল ৬১ টাকা , টোনড দুধের দাম ৫১ টাকা, ডাবল টোন্ড দুধ ৪৫ টাকা।
উল্লেখ্য ,মার্চ মাসেও দুধের দাম বাড়িয়েছিল মাদার ডেয়ারি। সেবারও লিটার প্রতি দুধের দাম বেড়েছিল ২ টাকা করে। সেই মাসে দাম বেড়েছিল আমুল দুধেরও। এর ফলে ৫০০ মিলিলিটার আমুল গোল্ডের দাম হবে ৩১ টাকা, প্রতি লিটার আমুল তাজা ২৫ টাকা, আমুল শক্তি ২৮ টাকা।