উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে দরবার করুক। বিধানসভার প্রশ্নোত্তরপর্বে আজ সেচমন্ত্রী পার্থ ভৌমিক দলমত নির্বিশেষে বিরোধী বিধায়কদের কাছে এই আবেদন জানান। তিনি বলেন, ভুটান থেকে আসা জলের কারনেই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়৷ এর জন্য কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। মুখ্যমন্ত্রী ভুটান সরকারের সঙ্গে কথা বলে একটি যৌথ পরিকল্পনা করার প্রস্তাব দিয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন যেনও একটি বিশেষজ্ঞ দল পরিদর্শন করে ভুটান সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্হা নেয়। এই ইস্যুতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল কেন্দ্রের কাছে গিয়ে দরবার করতেই পারে। তাই দলমত নির্বিশেষে সকলে মিলে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে আবেদন জানানোর তিনি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, এর আগে গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের সর্বদলীয় প্রতিনিধিদল যাওয়ার কথা ছিল। তবে অজ্ঞাত কারনে বিরোধীরা যায়নি। এই বিষয়ে বিরোধীদের ভূমিকা নিয়ে বিধানসভায় তিনি উষ্মা প্রকাশ করেন।
কলকাতার বিধানসভা ভবন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোন বাংলা।