সোমবার,২৫ জুলাই অর্থাৎ নজরুল মঞ্চে ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত করা হবে এক ঝাঁক তারকাকে । এই তালিকায় রয়েছেন দেব।
প্রসঙ্গত, অভিনেতা (সাংসদ) দেবের (Dev) মুকুটে নয়া পালক । tallyganje arthat tollyparai ‘মহানায়ক’ খেতাব তো আগেই ছিল, এবার ‘বঙ্গভূষণ’ (Banga Bhusan) সম্মান পাচ্ছেন দেব । রাজ্য সরকারের তরফে পাঠানো আমন্ত্রণ পত্র শেয়ার করে এই খবর জানিয়েছেন তিনি ।
সূত্রের খবর , ২৫ জুলাই নজরুল মঞ্চে ‘বঙ্গভূষণ’ সম্মানে সম্মানিত করা হবে এক ঝাঁক তারকাকে । এই তালিকায় রয়েছেন দেব (Dev to get Banga Bhusan) । মমতার সই করা চিঠিতে লেখা রয়েছে, “বাংলা চলচ্চিত্রে আপনি একজন যশস্বী অভিনেতা। আপনার অসামান্য অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র শিল্পে আপনার অবদান প্রশ্নাতীত। আপনার গৌরবে আমরা গৌরবান্বিত। বাংলার চলচ্চিত্রে আপনার সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী ২৫ জুলাই, ২০২২ সোমবার বিকেল চারটেয় কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকার আপনাকে বঙ্গভূষণ সম্মান প্রদান করে। ”
দেব ছাড়াও বঙ্গভূষণ সম্মানের তালিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । এছাড়াও রয়েছেন, তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ বাদক দেবজ্যোতি বসু,গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল-সহ আরও অনেকে । ‘বঙ্গবিভূষণ’দেওয়া হচ্ছে গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে।