রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়ে মারলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বের হচ্ছিলেন পার্থ। অভিযোগ, সেই সময় তাঁর গাড়ির দিকে জুতো ছোড়েন শুভ্রা ঘড়ুই নামে এক মহিলা, সূত্রের খবর- তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার রোডের আমতলায়। যদিও পার্থর গায়ে জুতো লাগেনি।গাড়িতে লেগে নীচে পড়ে যায় জুতোটি। শুভ্রার আফসোস, ‘জুতোটা ওঁর মাথায় লাগলে শান্তি পেতাম।’
প্রসঙ্গত, এদিন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে মেডিকেল টেস্টের জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়েছিল ইডি। জোকায় স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন শুভ্রাদেবীও। পরীক্ষা শেষে পার্থ যখন হাসপাতাল থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই সময় পা থেকে জুতো খুলে তাঁকে উদ্দেশ্য করে ছুড়ে মারেন ওই মহিলা। তিনি বলেন, ‘ওঁরা বড় গাড়িতে চেপে হাসপাতালে আসছেন। এতে আমাদের মতো লোকজনের সমস্যা হচ্ছে। আমরা ঠিক মতো ডাক্তার দেখাতে পারছি না। তাই জুতো ছুড়েছি।