শুক্রবার রাত আটটা নাগাদ বহুতল থেকে ঝাঁপ দেয় এক যুবতী । ঘটনাটি ঘটেছে সল্টলেকে। নিহত ওই যুবতীর নাম জানা যায়নি । তার বয়স ২৩ বছর । সে আইটি সেক্টরে কর্মরত ছিল।
সূত্রের খরব, কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বছর ২৩-এর এই তরুণী। অফিসে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যা নিয়ে কিছুটা মনমরা ছিল বলে পরিবারের দাবি। কিন্তু তিনি যে এমন চরম পথ বেছে নেবেন তা কেউই কল্পনা করতে পারেননি। সহকর্মীরা জানিয়েছেন ,শুক্রবার বিকেলেও সহকর্মীদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন ওই তরুণী। তখনও তাকে দেখে মনে হয়নি, যে আর কয়েক ঘণ্টা পরেই নিজের জীবন শেষ করে দেবে সে । বহুতল থেকে ঝাঁপ দেওয়ারবিকট শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা । তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কেন আত্মহত্যার পথ বেছে নিল ওই তরুণী তার তদন্ত শুরু করেছে পুলিশ ও তদন্তকারী অফিসাররা।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা ।