দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। শুক্রবার সকালে শিয়ালদার কাছে দুর্ঘটনাটি ঘটে। দুটি বাসের রেষারেষির মাঝে পড়ে যায় কুণাল ঘোষের গাড়ি। তবে গাড়ির সেড মিরর ভেঙে গেলেও সুস্থ রয়েছেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার সকালে কলকাতা থেকে হলদিয়া যাচ্ছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানে একটি কর্মসূচিতে যোগদান করার কথা ছিল তার। শিয়ালদা স্টেশনের কাছে একটি বাস অন্য বাসটিকে ওভারটেক করতে গিয়ে কুণাল ঘোষের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনার জেরে গাড়ির যেদিকে তিনি বসেছিলেন সেই দিকের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে কুণাল ঘোষ ঠিক-ঠাক আছেন বলেই খবর।
তবে, এই ঘটনায় বস্তির বিরুদ্ধে অভিযোগ নেওয়ার কথা বলেন কুণাল ঘোষ। যদিও অফিসযাত্রীদের কথা মাথায় রেখে বাসটিকে আটকানো হয়নি। এরপর ওই গাড়িতে করেই, লালা কাপড় বেঁধে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।