যাদবপুরের ছিটকালিকাপুরে এক তরুণীর রহস্য মৃত্যু হয়েছে। ঘর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। ছিল তার গলায় বহু আঘাতের চিহ্ন। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি এবং তার পুরুষসঙ্গী। অনুমান করা হচ্ছে, শ্বাসরোধ করেই মৃত্যু হয়েছে তার।
সূত্রের খবর, শনিবার তাদের বাড়িতে অনেকজন আসেন এবং সেদিন-ই চলে যান তারা। রবিবার সকালে বাড়ি থেকে তার ‘লিভ ইন ‘সঙ্গীকে বেরিয়ে যেতে দেখেন বাড়ির মালিক। এরপর তরুণীর মৃত্যুর কথা চাউর হতেই শোরগোল শুরু হয়ে যায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে যাদবপুর থানার পুলিশ। তারা গিয়ে দেখে সেই ঘরের বাইরে থেকে দরজা বন্ধ। ভিতরে ছিল সেই তরুণীর মৃতদেহ। দরজা ভেঙে উদ্ধার করা হয় তার দেহটিকে।
জানা গেছে, মৃতার গলায় আঘাত পাওয়া গেছে। বাড়ি থেকে তার সেই পুরুষসঙ্গী বেরিয়ে যাওয়ার পরেই এমন ঘটনা। তার রহস্য মৃত্যুতে উঠছে প্রশ্ন। সেই তরুণীর মৃত্যুর পিছনে কি তার পুরুষসঙ্গীই দায়ী?
নাকি অন্যকিছু কারন রয়েছে। খোঁজখবর নিয়ে রাখছেন তদন্তকারী পুলিশ অফিসাররা।
ফোর্টিন টাইমলাইন, যাদবপুর, কলকাতা।