Kolkata : বাংলা প্রকল্পের ঝুড়িতে এল স্কচ পুরস্কার

আরও পড়ুন

স্কচ পুরস্কার পেল রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বাংলার মুকুটে নয়া পালক যুক্ত হওয়ায় খুশি গোটা রাজ্যবাসী।

করোনা কালে রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার জন্য এই প্রকল্পটি করা হয়েছিল। এমন ভাবনার জন্যই পুরস্কৃত করা হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। রাজ্যবাসীকে টুইট করে এই সুখবর জানান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেন, ‘‘নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। আমি অত্যন্ত গর্বিত। নারীদের ক্ষমতায়নকে সর্বদা অগ্রাধিকার দিয়েছি আমরা। এই পুরস্কার শুধু সরকারের স্বীকৃতি নয়, বাংলার ১ কোটি ৮০ লক্ষ মহিলারও স্বীকৃতি।’’

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে তৃণমূল সরকার। সেই নির্বাচনের ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি মেনেই চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি। রোজগারহীন কিংবা যাঁরা সামান্য উপার্জন করেন, এই প্রকল্পের মাধ্যমে তাদের হাতে পাঁচশো টাকা তুলে দেওয়া হয়। এই প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন শহর থেকে গ্রামের বহু মহিলা। সেই প্রকল্পই পুরস্কৃত হওয়ায় খুশি রাজ্যবাসী।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close