Kolkata : সম্পত্তির লোভে দাদাকে খুনের চেষ্টা ছোট ভাইয়ের !

আরও পড়ুন

রবিবার সকালে দু’ভাইয়ের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে বচসার জেরে দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত সায়ক খাসনবিশকে আটক করেছে কলকাতার মুচিপাড়া থানার পুলিশ। গুরুতর আহত যন্ত্রণাজর্জর দাদা অনির্বাণ খাসনবিশকে উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

সূত্রের খবর, শিয়ালদার মুচিপাড়া থানার মন্মথ মুখার্জি রোডের বাসিন্দা তারা। বাড়িতে তারা দু’ভাই এবং মা-বাবা থাকেন। বড় দাদা অনির্বাণ খাসনবিশ একটি গ্রামীণ ব্যাংকের কর্মী। বাড়িতে প্রায়শই দু’ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বচসা হ’ত বলে পড়শিরা জানিয়েছেন। রবিবার সকালে তাদের বোন বাড়িতে এলে প্রথমে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। পরক্ষণেই দোতলার ঘরে গিয়ে দাদাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে ছোট ভাই বলে অভিযোগ। দাদার আর্ত চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের বোন জানান- ছোট ভাই অনেক দিন ধরেই সম্পত্তি নিয়ে হুমকি দিচ্ছিলেন। এমনকি সে তার বোনের মেয়ে, বড় ছেলে এবং তার জামাইকে সুপারিকিলার দিয়ে খুন করানোরও হুমকি দেয়। তার ছোটভাই কোনও কাজ করে না বাড়িতেই থাকে সে। তার ভাই, বাবাকে ধরে মাঝে মধ্যেই প্রহার করে এবং হুঁশিয়ারি দেয় খুন করার।এমনকি সে তার বাবার কাছ থেকে টাকা নিয়েও রেখেছে। তার ছোট ভাইয়ের দাবি- তাকে সব সম্পত্তি লিখে দিতে হবে।

ফোর্টিন টাইমলাইন, শিয়ালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close