সোমবার থেকে নতুন রূপে দেখা যাবে লোকাল রেলগাড়িকে। লোকাল রেলগাড়ির একঘেয়েমি কাটাতে নতুন পরিকাঠামোর উদ্যোগ ভারতীয় রেল সংস্থার। এদিন থেকে লোকাল রেলগাড়িতে থাকতে চলেছে এলইডি টিভি। জনগণদের বিনোদনের সুযোগ দিতেই এহেন উদ্যোগ ভারতীয় রেল সংস্থার। রেলের প্রতিটি বগিতেই থাকবে টিভি।
সূত্রের খবর, প্রতিটি কোচের একেবারে শেষ দুটি প্রান্তে দু’টি করে মোট চারটি এলইডি টিভি বসছে। খেলা, শর্ট ফ্লিম, নানা সিনেমার প্রমো, গুরুত্বপূর্ণ অংশ সিনেমার, নাচ, গান, ভ্রমণ সংক্রান্ত নানা অনুষ্ঠান দেখানো হবে। এছাড়াও, রেলের নানা সতর্কীকরণ বার্তা, নানান পরিষেবামূলক অনুষ্ঠানও দেখানো হবে। রেল সূত্রে জানানো হয়েছে, যা যা ঘোষণা করা হয় যেমন, টিকিট কেটে যাতায়াত করুন, রেললাইন পারাপার করবেন না, কামরায় ধূমপান না করা, কামরায় মদ্যপান না করা, বেআইনি সামগ্রী রেলের কামরায় বহন না করা যাবতীয় প্রচার চলবে ওই টিভির মাধ্যমে।
এবিষয়ে, পূর্ব রেল সংস্থার মুখ্য আধিকারিক বলেছেন, “মুম্বইয়ের পর হাওড়া ডিভিশনে এমন ব্যবস্থা চালু করা হচ্ছে। প্রতিটি কোচে ৪টি করে টিভি থাকলে ১২ টি কামরার কোচে মোট ৪৮ টি টিভি থাকবে। আজ, সোমবার থেকেই ব্যান্ডেল লোকালে এই পরিষেবা চালু হচ্ছে বলে খবর।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।