মহুয়া মৈত্র টুইটারে ডেকাথলনকে নিন্দা

টুইটারে ডিক্যাথলন নামক একটি ব্রান্ড কে করা মুখে নিন্দা করলেন সাংসদ মহুয়া মিত্র।

0
125
mahua moitra slams decathlon

কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, তিনি সে বিষয়ে জানিয়েছিলেন। মাঝে সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, কিন্তু এবার সেই ট্যুইটারকেই হাতিয়ার বানিয়ে এক বড়সড় অভিযোগ করে বসলেন তিনি। এবার এক স্পোর্টিং ব্র‍্যান্ড ‘ডেকাথলন’-এর বিরুদ্ধে ট্যুইটারে সরব হয়েছেন মহুয়া। ওই দোকানে দাঁড়িয়েই উনি ট্যুইটটি করেন বলে সূত্রের খবর। তাঁর করা ওই ট্যুইটটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, মহুয়া মৈত্রের এই ক্ষোভের কারণ হিসেবে জানা গিয়েছে যে, দিল্লি এন.সি.আর এর আনসাল প্লাজায় ডেকাথলনের স্টোরে তাঁর বাবার জন্য একটি ট্রাউজার কিনতে গিয়েছিলেন। কেনাকাটা হয়ে গেলে তিনি যখন বিলিং কাউন্টারে বিল করাতে আসেন, তখন তাঁর মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি চাওয়া হয় কাউন্টারের ম্যানেজারের তরফ থেকে। মূলত সেই নিয়েই অসন্তোষ প্রকাশ করেন মহুয়া এবং ফোন নম্বর, ই-মেইল আইডি দিতে রীতিমতো অস্বীকার করেন। ম্যানেজারের যুক্তি ছিল যে, বর্তমানে কেনাকাটা সংক্রান্ত বিল তৈরির জন্য যে সফটওয়্যার রয়েছে, তাতে ক্রেতার ফোন নম্বর এবং ই-মেইল আইডি দেওয়া বাধ্যতামূলক।

এই ঘটনার পর মহুয়া ওই স্টোরে দাঁড়িয়েই নিজের ফোন থেকে একটি ট্যুইট করেন। ট্যুইটে তিনি লেখেন, “ডেকাথলন ইন্ডিয়া আনসাল প্লাজা থেকে ১৪৯৯ টাকা দিয়ে আমি আমার বাবার জন্য একটি ট্রাউজার কিনতে চাই। কিন্তু তা কেনার জন্য ওই দোকানের ম্যানেজার আমাকে আমার ফোন নম্বর এবং ই-মেইল আইডি দিতে জোর করেন। আমি দুঃখিত ডেকাথলনের প্রতি, এইভাবে জোর দিয়ে আপনারা গোপনীয়তা আইন এবং উপভোক্তা বিষয়ক আইন লঙ্ঘন করছেন। আমি বর্তমানে দোকানেই দাঁড়িয়ে আছি।”