আগামী ১২ জুন বিজেপি বিরোধী দলগুলির বৈঠক অনুষ্ঠিত হবে বিহারে। সেই বৈঠকে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই বৈঠকে উপস্থিত থাকতে ১১ জুন কলকাতা থেকে পাটনার উদ্দেশে রওনা দেবেন তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা নীতি আয়োগের বৈঠক সেরে দিল্লি থেকে সোজা পাটনায় আসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সঙ্গে নীতীশ কুমারের দেখা করারও কথা ছিল। শনিবারই সেই বৈঠক হয়েছে দিল্লিতে। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ১১ জন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কলকাতায় এসে দেখা করে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতার সঙ্গে। সেই বৈঠকে বিরোধী জোটের বিরুদ্ধে প্রস্তাব দিয়েছিলেন নীতীশ কুমার। এরপর থেকে বিহারে তার নেতৃত্বে বিরোধী বৈঠকের কথা চলছিল। সেই বৈঠক আগামী ১২ জুন হতে চলেছে বলে খবর। বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নীতীশ কুমার ছাড়াও ওই বৈঠকে আয়োজকের ভূমিকায় থাকছেন আরজেডি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী প্রকাশ যাদব। পাটনায় বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের এই বৈঠকে সামিল হওয়ার কথা রয়েছে। তবে কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং কেরলের মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন থাকছেন কি না, তা স্পষ্ট নয়। তবে মোদি বিরোধী মুখের প্রধান যে মমতা বন্দ্যোপাধ্যায়ই হতে চলেছেন তা মনে করছেন অনেকেই।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।