Kolkata: মিলেছে ছাড়পত্র, ভিক্টোরিয়ার নিচ দিয়ে চলবে মেট্রো !

আরও পড়ুন

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) সামনে মেট্রো স্টেশনের তৈরির অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই সংশয় কাটিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ স্টেশন তৈরি এবং লাইন পাতার অনুমতি দিল মেট্রো কর্তৃপক্ষকে। কৃত্রিমভাবে কম্পন পরীক্ষা করার পরই ছাড়পত্র দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে।

ইতিমধ্যেই ডায়মন্ড হারবার রোডের জোকা থেকে বিবাদ বাগ পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ আরম্ভ হয়েছে। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কাজ হবে মোমিনপুর থেকে বিবাদি বাগ পর্যন্ত। সূত্রের খবর, ভিক্টোরিয়ার সামনে স্টেশন তৈরি পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের। সঙ্গত কারণেই খুশি পর্যটকেরা।

বস্তুত পাতাল রেল চলাচলের কারনে ঐতিহাসিক স্মৃতি সৌধের কোনও ক্ষতি হবে কিনা ? তা নিয়ে দৃশ্যতই দ্বিধায় ছিলেন মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকেরা। প্রায় ছ’বছর আগে, ২০১৬ সালে এই বিষয়টি পরীক্ষা করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটির তৈরি করা হয়েছিল। সেই কমিটিতে ছিলেন আইআইটি খড়্গপুর সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞ কমিটি কৃত্রিম কম্পনের মাত্রা পরীক্ষা করে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল চলাচলের কারনে ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) কোনও ক্ষতিসাধন হবে না। এরপরেই মেট্রো কর্তৃপক্ষের হাতে মিলে যায় গরম গরম ছাড়পত্র।

মেট্রো সূত্রের খবর- ভিক্টোরিয়া ট্রাস্টির তরফে মেট্রো রেলওয়ে নির্মাণকারী সংস্থাকে স্টেশন তৈরির জন্য বরাতও দেওয়া হয়েছে। যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেট্রো স্টেশনের কাজ আরাম্ভ হবে, তখন এই কাজটি তদারকির দায়িত্ব সামলাবেন মাদ্রাজ আইআইটি-র বিশেষজ্ঞরা।

মেট্রো কর্তৃপক্ষের মূল লক্ষ্য হ’ল- জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা গোড়াতেই করা। দ্বিতীয় ভাগে মোমিনপুর থেকে বিবাদ বাগ পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তৃতীয় দফায় ভিক্টোরিয়ার সামনে মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু হবে। এর ফলে কলকাতার মানুষতো বটেই, নতুনভাবে যারা কলকাতা ভ্রমণে আসবেন তারাও যারপরনাই খুশি হবেন বৈকি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close