নকল সোনার কয়েন বিক্রি করতে গিয়েই গ্রেফতার এক দুষ্কৃতী। সূত্রের খবর, ওই দুষ্কতীর কাছ থেকে প্রায় ৩০০টি নকল সোনার কয়েন, ১ লক্ষ্ ১৫ হাজার টাকা-সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশের পক্ষ থেকে বারংবার প্রচার চালানোর পরেও সাধারণ মানুষ এমন প্রতারণার ফাঁদে পা দিচ্ছে এই নিয়ে চিন্তা বেড়েছে তাদের।
পুলিশি সূত্রে খবর, কলকাতার বরানগরের এক প্রোমোটারকে ফোন করা হয় কয়েন গুলি বিক্রি করার জন্য। দুষ্কৃতীরা সেই প্রোমোটারকে বলে মাটি খুঁড়তে গিয়েই এই কয়েনগুলি উদ্ধার করা হয়েছে। তারা এখন এই কয়েনগুলি কম দামে বিক্রি করে দিতে চায়। এমন খবর শুনে প্রোমোটার কলকাতা থেকে চলে আসে বীরভূমে। খবর পুলিশের কাছে থাকার কারনে কয়েন কেনাবেচার সময় তাদেরকে ঘেরাও করে পুলিশ এবং আটক করে থানায় নিয়ে যায় ওই দুষ্কৃতীকে। অন্যদিকে প্রোমোটার জানান, ঘর সাজানোর কাজেই সে কয়েন কিনতে বীরভূমে এসেছিল। প্রোমোটারের উদ্দেশ্যও খতিয়ে দেখছে পুলিশ।
ফোর্টিন ওয়েব ডেস্ক, কলকাতা।