দিল্লি যাত্রার ১২ দিন পর কলকাতা ফিরে এলেন মন্ত্রী মুকুল রায় (Mukul Roy) । তবে কি কারনে তিনি দিল্লিতে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। দরকার পড়লে আবারও তিনি দিল্লিতে যাবেন বলে জানিয়েছেন ।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন মুকুল রায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর দিল্লির একটি এয়ারপোর্টে দেখা যায়। মনে করা হচ্ছিল, তিনি ফিরেই বিজেপি-তে যোগ দেবেন। এনিয়ে রাজ্য-রাজনীতি তুঙ্গে ওঠে। তিনি নিজের মুখে বলেছিলেন, নাড্ডাজি এবং অমিত শাহের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন। তারা যে কাজ দেবেন তিনি তা করবেন।
তবে রাজনৈতিকমহলে অনুমান করা হচ্ছে, মুকুল রায় দিল্লিতে গিয়ে ১২ দিন ধরে তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। দিল্লি সফরের পর শনিবার কলকাতার বিমানবন্দরে তাকে দেখা যায়। মুকুল রায়কে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সকলের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। প্রয়োজনে ফের দিল্লি যাব।”
মুকুল রায়ের দিল্লি সফরের সময় তার ছেলে জানিয়েছিলেন, তিনি চিকিৎসার জন্য দিল্লিতে গিয়েছেন। তবে তিনি এদিন বলেন, তিনি তার কাজের জন্য দিল্লিতে গিয়েছিলেন। তার শরীর একদম ঠিক রয়েছে।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।