Kolkata : নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় রাজারহাটের একটি নার্সিং হস্টেল থেকে উদ্ধার হ’ল এক ছাত্রীর মৃত দেহ। মৃত ছাত্রীর নাম মহাশ্বেতা মন্ডল। বয়স ২১ বছর। তার বাড়ি পূর্বমেদিনীপুর জেলায় । রাজারহাটের একটি নার্সিং কলেজের GNM কোর্সের তৃতীয় বছরের ছাত্রী ছিলেন তিনি। মহাশ্বেতার পাশে একই সুইডসাইড নোট পাওয়া গেছে। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হস্টেল চত্বরে। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে শোকোস্তব্ধ পরিবার এবং ওই ছাত্রীর সহপাঠীরা।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ডিউটি থেকে বিকেলে মহাশ্বেতা ফিরে আসেন হস্টেলে। এর পরেই দোতলার সিক রুমে মেলে তার মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মহাশ্বেতার নিথর দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অত্মহত্যা বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। মহাশ্বেতার আত্মহননের কারনটি খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইনে, রাজারহাট কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close