kolkata : রাসায়নিক গ্যাস ছড়িয়ে পড়ায় আতঙ্কের সৃষ্টি এলাকা জুড়ে

আরও পড়ুন

মঙ্গলবার সকালে হেয়ার স্ট্রিট থানার আর.এন মুখোপাধ্যায় রোডের একটি অফিস থেকে রাসায়নিক গ্যাসের গন্ধ বের হয়। গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্কের সৃস্টি হয়। এই গন্ধে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

সূত্রের খবর, সোমবার আর.এন মুখোপাধ্যায় রোডের একটি অফিসে পেস্ট কন্ট্রোলের কাজ করানো হয়। এই পেস্ট কন্ট্রোল থেকে রাসায়নিক গ্যাসের গন্ধ বের হয়। দ্রুত সেই গন্ধ ছড়িয়ে পরে আশেপাশের এলাকায় এবং অফিসেও।

পুলিশ সূত্রে খবর, গতকাল, সোমবার এই অফিসে সেই পেস্ট কন্ট্রোল থেকেই বের হয় রাসায়ানিক গন্ধ। পুলিশের প্রাথমিক অনুমান, পেস্ট কন্ট্রোল করার পর অফিস বন্ধ থাকে। সকালে অফিস খোলার পর এই গন্ধ মারাত্মক আকার ধারণ করে আর তাতেই ঘটে বিপত্তি।

ফোর্টিন টাইমলাইন , কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close