যাত্রীদের মনোরঞ্জনের জন্য নতুন বছরে মেট্রোতে বসতে চলেছে LED(Light Emitting Diode) টিভি। মেট্রোযাত্রা আরও বেশি উপযোগ্য করে তোলার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই খবর চাউর হতেই যাত্রীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর, সমস্ত মেট্রোতে LED টিভি বসানোর কথা জানান মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সিনেমা, গান, খবর, গেম শো ইত্যাদির মধ্য দিয়ে মনোরঞ্জিত করার জন্যেই মেট্রো রেল কর্তৃপক্ষের এহেন উদ্যোগ। প্রতিটি মেট্রো রেল গাড়ির কোচে দু’টি করে LED বসবে। অর্থাৎ ১৬টি মেগাএসি রেকে মোট ৩২টি LED ইনস্টল করা হবে।
শুক্রবারই একটি সরকারি কোম্পানির সঙ্গে এনিয়ে চুক্তি করা হয়। যাত্রীদের বিনোদনের জন্য এক বছরের জন্য চুক্তিটি গ্রহণ করা হয়েছে। তাদের এহেন উদ্যোগের ফলে টিকিট বিক্রি আরও বাড়বে বলে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।