ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নভেম্বর মাসে রাজ্যে আসবেন রাজ্য নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার তথা এরাজ্যের দায়িত্বে থাকা নীতেশ ব্যাস। আগামীকাল, ১ নভেম্বর, বুধবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ এবং ভোটার তালিকায় নতুন নাম নথিভুক্তকরণ এর কাজ। পশ্চিমবঙ্গের দিকেই বারবার আঙ্গুল তুলেছে সব বিরোধী রাজনৈতিক দলগুলি এই ভোটার তালিকাকে কেন্দ্র করে সেই কারনেই আসন্ন ২০২৪ এর লোকসভা নির্বাচনে যাতে সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সক্ষম হয় নির্বাচন কমিশন সেদিকেই এবার সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে ও নজর দিচ্ছে নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সবদিক থেকে অবহিত আছে তারপরেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে নভেম্বর মাস পর্যন্ত সম্পূর্ণ রিপোর্ট তৈরি করার। পঞ্চায়েতে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে যে ছবি উঠে এসেছে তার পূর্ণাঙ্গ তথ্য সহকারে রিপোর্ট ইতিমধ্যেই সংরক্ষণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাই একদিকে যেমন নির্ভুল ভোটার তালিকার ওপর জোর দেওয়া হচ্ছে অন্যদিকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মৃত ব্যক্তির নাম যাতে ভোটার তালিকায় কোনমতেই না থাকে সেটা দেখার পাশাপাশি কেউ যেন ভোটার তালিকায় নাম তুলতে বাদ না পড়ে যান সে দিকেও সজাগ থাকছে জাতীয় নির্বাচন কমিশন। তবে এখন থেকেই জাতীয় নির্বাচন কমিশন নিঃশব্দে কাজ শুরু করে দিয়েছে যে সমস্ত জায়গায় গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে তার আলাদা করে ম্যাপ তৈরির কাজ। তবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার কথা থাকলেও ঠিক কবে আসবে কমিশনের ফুল বেঞ্চ সে বিষয়ে এখনও চূড়ান্তভাবে কমিশনের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন যে অনেক বড় আকার রাখতে চলেছে পশ্চিমবঙ্গে তা এককথায় স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন।
আসন্ন লোকসভা নির্বাচন নির্বিঘ্নে সাঙ্গ দেশের নির্বাচন কমিশন যে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না তা একরকম পরিষ্কার।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।