Kolkata : রায়গঞ্জের গবেষকের বই মিলছে কলকাতা বইমেলায়

আরও পড়ুন

কলকাতা বইমেলায় স্থান পেল ড. সুনীল চন্দের গবেষণা গ্রন্থ। গ্রন্থটি দিনাজপুরের লোকশিল্প ও লোকজীবন বিষয়ক। ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কলকাতার সল্টলেকের করুণাময়ী লাগোয়া সেন্ট্রাল পার্কে এই বইমেলা চলছে। এবারের বইমেলায় জয়জিৎ মুখোপাধ্যায়ের ”সোপান” প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ড. চন্দের গবেষণা গ্রন্থটি। বইমেলার ৫ এবং ৬ নম্বর গেটের মাঝামাঝি জায়গায় ”সোপান” প্রকাশনার স্টল-এ এই বই পাওয়া যাচ্ছে। বইটিতে গবেষকের পরিচয়, কর্মজীবন-সহ নানান বিষয় লিপিবদ্ধ রয়েছে। এটি গবেষকের ষষ্ঠ প্রকাশিত গ্রন্থ। লেখকের গবেষণা গ্রন্থ বইমেলায় স্থান পাওয়ায় খুশি রায়গঞ্জের মানুষ।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close