Kolkata : নিষিদ্ধ শব্দবাজি পাচারের অভিযোগে গ্রেফতার ১

আরও পড়ুন

কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি পাচারের অভিযোগে গ্রেফতার ১। শনিবার বিকেলে কলকাতা থেকে তাকে গ্রেফতার করে পোস্তা থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় সাড়ে আটশো কেজি শব্দবাজিও।

সূত্রের খবর ধৃতের নাম গৌরাঙ্গ সরকার, বয়স ৬২ বছর। অভিযুক্ত গাড়ির মালিক সে। সাম্প্রতিক অতীতে এভাবে গাড়ির মালিককে গ্রেফতার করার ঘটনা কার্যত নজিরবিহীন। কারণ, চালক ও খালাসিকে বহুবার গ্রেফতার করা হলেও মালিকদের বরাবরই ছাড়ের খাতায় ফেলে রেখেছিল প্রশাসন। তবে এবার একেবারে মাথাকেই ধরছে তারা। কলকাতা পুলিশ জানিয়েছে, শুক্রবার গোপন সূত্র থেকে পাওয়া একটি খবরের ভিত্তিতে পোস্তা থানার একটি টিম সেই অঞ্চলেরই এক পরিবহণ অফিসে হানা দেয়। সেখানে তল্লাশি চালানোর পর প্রায় সাড়ে আটশো কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই বিপুল পরিমাণ শব্দবাজি কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুর নিয়ে যাওয়ার বন্দোবস্ত হচ্ছিল। সেখানে এক ব্যবসায়ীর কাছে নিষিদ্ধ বাজিগুলি বিক্রির কথা ছিল। কিন্তু তার আগেই সেগুলি ধরা পড়ে যায় কলকাতা পুলিশের হাতে। পশ্চিম মেদিনীপুরের সোনাকানিয়ার বাসিন্দা অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম দেবু সাহু। সূত্রের খবর, পোস্তা থানার পুলিশ ওই ব্যবসায়ীকেও গ্রেফতার করতে পারে।

কলকাতা পুলিশের ডিসি রূপেশ কুমার এই অভিযানের বিষয়ে জানিয়েছেন, ‘নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের ঘটনায় পোস্তা থানার পুলিশ জামিন অযোগ্য ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই শব্দবাজি বিক্রির কোনও চক্র কাজ করছে বলে জানা গিয়েছে। তাদের খোঁজেই এবার জোর তল্লাশি শুরু হয়েছে।’

উল্লেখ্য, এবছর নিষিদ্ধ শব্দবাজি বিক্রি এবং পরিবহণের ক্ষেত্রে প্রথম থেকেই কলকাতা পুলিশ ‘জিরো টলারেন্স’  নীতি ধারণ করেছে। সেটারই বাস্তব চিত্র দেখা গেল পোস্তার এই ঘটনায়। সেখানে ভারতীয় বিস্ফোরক আইনের জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হল। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ফোর্টিন টাইমলাইন, পোস্তা, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close