Kolkata : সন্ন্যাসীর বেশে যুবকের সোনার হার ছিনতাই

আরও পড়ুন

সন্ন্যাসী সেজে এক যুবকের চোখে রাসায়নিক স্প্রে করে, গায়ে সাপ ছেড়ে দিয়ে সোনার হার ছিনতাই করল। ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরের বুড়োশিবতলায়। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনাটির বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, অভিযোগকারীর নাম অনির্বাণ দাস। তিনি নিউ আলিপুরের একটি আবাসনের বাসিন্দা। বুধবার অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় ওই এলাকায় ৪ জন সন্ন্যাসীর সাজে তার দিকে এগিয়ে যায়। তারা তার কাছে ১০ টাকাও চায়। ১০ টাকার পরিবর্তে তিনি তাদের ১১ টাকা দেন। এরপর ওই ৪ জন অর্নিবাণের গলার হার তাদের হাতে থাকা বালতির ঠাকুরের মূর্তিতে স্পর্শ করাতে বলে। ওই যুবক মাথা নিচু করতেই ওই সন্ন্যাসীরা বালতি থেকে জল ছেটায়। সঙ্গে সঙ্গে ওই যুবক চোখে অন্ধকার দেখতে পান। কয়েক মুহূর্ত পর তার হুঁশ ফিরতেই তার গায়ে সাপ ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সুযোগেই সন্নাসীরা তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে উধাও হয়ে যায়।

এই ঘটনার জেরে খানিকটা অসুস্থ হয়ে পড়ে ওই মানুষটি। স্বাভাবিক হতেই নিউ আলিপুর থানায় পৌঁছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close