অবশেষে আগামীকাল,সোমবার উদ্বোধন হতে চলেছে শিয়ালদা মেট্রো রেল স্টেশন। মিলেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা CRS-এর ছাড়পত্র। ১১ জুলাই উদ্বোধন স্টেশনের এবং যাত্রী পরিষেবা শুরু হবে ১৪ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার থেকে । শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হলে যাত্রীদের সুবিধাও যেমন হবে ঠিক তেমনই বাড়বে মেট্রোর আয়ও।
সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে মেট্রো স্টেশনটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর, তিনি যদি উপস্থিত নাও থাকতে পারেন তাহলেও সোমবার স্টেশনটির উদ্বোধন হবে। সেক্ষেত্রে কে ফিতে কেটে স্টেশনের দ্বার উন্মোচন করবেন তা এখনও স্পষ্ট হয়নি। এছাড়াও, থাকবেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশ পাল। কিন্তু, আমন্ত্রণ পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবিষয়ে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ না পাওয়া নিয়ে রাজনৈতিকমহলে জল্পনার সৃষ্টি হয়েছে। মেট্রো স্টেশনের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। এই প্রসঙ্গে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “তারা দেখছিলেন মমতা বন্দোপাধ্যায় কবে ভিন জেলার সফরে যাচ্ছেন। সেই তারিখ দেখেই তারা মেট্রো স্টেশনের উদ্বোধনের দিন নির্ধারণ করেছেন। তাঁকে কটাক্ষ করে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। কিন্তু, সোমবার দিনই শিয়ালদার মেট্রো স্টেশনটির উদ্বোধন হতে চলেছে। বৃহস্পতিবার থেকে চালু হবে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের পরিষেবা। বাড়তে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলার সময়ও।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।