Sodpur: খাবার কম, ক্যাটারার কর্মীদের বেধড়ক ঠেঙ্গালো পাত্রপক্ষ

আরও পড়ুন

বিয়ের মরশুমে পুরসভা পরিচালিত বিয়েবাড়ি ভাড়া নিয়ে চলছিল বিয়ের অনুষ্ঠান (Marriage Ceremony)। আচমকাই শুরু হল বচসা। খাবার (Food) কম পড়েছে, এমন অভিযোগে ক্যাটারিং (Catering) কর্মীদের উপর চড়াও হল পাত্রপক্ষ। এমনকি সেই ঝগড়া গড়াল একসময় হাতাহাতিতে, এমতাবস্তায় হাসপাতালে ভর্তি করা হয় ক্যাটারার কর্মীদের ।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সোদপুর পানশিলা সাধুর মোড় এলাকায় মধুঋতা বিয়েবাড়িতে। সূত্রের খবর, রাতে সেখানেই চলছিল বিয়ের অনুষ্ঠান। হঠাত্‍ই বরপক্ষের সঙ্গে ঝামেলা বাঁধে কনেপক্ষের। তারপর আচমকাই ক্যাটারিংয়ের (Catering) কর্মীদের উপর চড়াও হয় পাত্রপক্ষ। খাবার (Food) নেই, এই অভিযোগে কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে জানিয়েছেন ক্যাটারিং-এর কাজে কর্মরত কর্মীরা। বাবন আচার্য এবং অমিত প্রামাণিক নামের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। একজনের আঙুল ভেঙে দেওয়া হয়েছে। ছাড় পাননি ক্যাটারিংয়ের মালকিন গোপা রায়ের মেয়েও। মারধরের জেরে তাকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকেই পলাতক পাত্র। মারধরের কাণ্ডে বিক্ষোভে ফেটে পড়েন ক্যাটারিংয়ের কর্মীরা। পাত্রসহ বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কন্যাযাত্রীদের বাস আটকে রাখেন তারা। খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে খড়দা থানার পুলিশ। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ফোর্টিন টাইমলাইন সোদপুর , কলকাতা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close