দুর্গাপুজোর বাকি আর মাত্র ৯১ দিন। পুজো মণ্ডপগুলিতে পুজো-প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে জোরকদমে । পুজো কমিটিগুলির ব্যস্ততাও তুঙ্গে। কলকাতার বড় মাপের পুজো আয়োজক ক্লাবগুলির মধ্যে লেকটাউনের শ্রীভূমিও অন্যতম। শুক্রবার রথের দিন এই ক্লাবের খুঁটিপুজো সম্পন্ন হ’ল। আসন্ন দুর্গাপুজো ৫০ বছরে পদার্পণ করতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিবছরই এই ক্লাব নতুন নতুন চমক দিয়ে থাকে। আগের বছর এই ক্লাব বুর্জ খলিফা থিম করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিল। এই বছর তাদের থিম ভ্যাটিকান সিটি।
আসছে দুর্গা পুজোতে যেহেতু ৫০ বছরে পা রাখতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তাই এবারের পুজোয় নতুনত্ব যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।প্রতিবছরই উপচে পড়া ভিড় থাকে এই ক্লাবে। আগের বছরেও এত সংখ্যক দর্শক ছিল যে তাদের মণ্ডপ বন্ধ করে দিতে হয়েছিল মাঝপথেই। ভিড় সামলাতে তারা অক্ষম হওয়ায় পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় ক্লাব কর্তৃপক্ষ। এবার থাকতে চলেছে আরও চমক। গতকাল খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, অভিনেতা দেব, মন্ত্রী মনোজ তিওয়ারি, সংগীতশিল্পী শ্রীকুমার-সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
৫০ বছর পূর্তি উপলক্ষে মণ্ডপটি রোমের ভ্যাটিকান সিটি-র সজ্জায় সজ্জিত হবে। সঙ্গে মা দুর্গার প্রতিমা সোনায় মোরা থাকবে বলে জানা গেছে। পাশাপাশি, পুজো কমিটির আধিকারিকদের মতে, দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় আরও জাকজমকভাবেই পুজো করা হবে।
ফোর্টিন ওয়েবডেস্ক, কলকাতা।