কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অরিজিতের গাওয়া ‘রাং দে তু মোহে গেরুয়া’ গান নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সামনে ‘গেরুয়া’ গান করায় রহস্যের গন্ধ পাচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্যেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। পাশাপাশি শুভেন্দু অধিকারীর সঙ্গেও এক মত সুকান্ত মজুমদার।
সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিটি ছিলেন বললিউড-টলিউডের তারকা-সহ নবনিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মুখ্যমন্ত্রীর সভাপতিত্বেই চলে পুরো অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংও। প্রথমে মঞ্চে উঠতেই চাইছিলেন না লাজুক অরিজিৎ। তারপর মুখ্যমন্ত্রীর কথায় তিনি মঞ্চে ওঠেন এবং দু’কলি গানও গান। কিন্তু এই দু’কলি গানই যে তাঁর ওপর ভারী পড়ে যাবে, এটা কে জানতো ! তাঁর ‘বোঝে না সে বোঝে না’ গান গাওয়ার পরই মুখ্যমন্ত্রীর সামনে ‘রাং দে তু মোহে গেরুয়া’ গাওয়ায় রাজনৈতিক তরজা তুঙ্গে। এনিয়ে বিরোধী শাসকদলের নেতা শুভেন্দু অধিকারী বলেন, গেরুয়া মানেই তো স্বামী বিবেকানন্দ, গেরুয়া মানেই তো সনাতন, গেরুয়া মানে শৌর্য প্রতীক, গেরুয়া মানে ঋষি, মুনিদের দেশ ভারতবর্ষ।”
অন্যদিকে টুইটারে টুইট করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মিঠুন চক্রবর্তীকে ছাড়া KIFF অসম্পূর্ণ। নিজের রাজ্যে এমন এক তারকা থাকতে ভিনরাজ্যের সুপারস্টারদের আমন্ত্রণ কেন?” এপ্রসঙ্গে একমত শুভেন্দুও। তিনি বলেন বাইরের অতিথিদের পাশাপাশি বাংলার অতিথিদেরও ডাকা যেত। তাঁর কথায় স্পষ্টতভাবেই বোঝা যাচ্ছে যে তিনি মিঠুন চক্রবর্তীর কথাই বলেছেন। এবিষয়ে একইভাবে বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেন, “বিরোধী হলে তাঁর জায়গায় নেই। যেমন বাংলার ছেলে হয়ে মিঠুন চক্রবর্তীকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি৷’’
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।