রাজভবন সংঘাতে নয়া মোড়। অপসারিত স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য সুহৃতা পাল। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ভিসি’কেও সরিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইউজিসি-র নিয়ম মেনে নিযুক্ত হননি উপাচার্য্য। তবুও কেনও চেয়ারে উপাচার্য্য? কেনও উপচার্য্যকে সরানো হবে না?
এই প্রশ্নে ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য্যের জবাব তলব করেন আচার্য্য সি ভি আনন্দ বোস। উপাচার্য্যের জবাবে সন্তষ্ট হননি আচার্য্য, এরপরই উপাচার্য্যকে সরানোর কথা স্বাস্থ্য সচিবকে জানিয়ে দিল রাজভবন।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।