Kolkata : বরফকল থেকে উদ্ধার এক ব্যবসায়ীর দেহ, হাসপাতালের পথেই মৃত্যু

আরও পড়ুন

এক ব্যবসায়ীর রহস্যমৃত্যুতে রীতিমতো উত্তেজনার সৃষ্টি এলাকাজুড়ে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মানিকতলার মুরারিপুকুরে। একটি বরফকলের মধ্য়ে থেকে গুরুতরভাবে জখম অবস্থায় ওই ব্য়বসায়ীকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

সূত্রের খবর, মৃত ওই ব্যবসায়ীর নাম অমিত রায়। বয়স আনুমানিক ৪০ বছর। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ মুরারিপুকুর এলাকার বাসিন্দা তিনি। জামাকাপড়ের পাশাপাশি ইমারতি সামগ্রীর ব্যবসা করতেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে এলাকার বরফকল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে। প্লিওসি খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতের স্ত্রীর অভিযোগ, খুন করা হয়েছে তার স্বামীকে। অমিতবাবুর গলার নানা জায়গায় আঁচড়ের দাগ ছিল। সারা শরীরে ক্ষতের চিহ্নও পাওয়া গেছে। তার মাথার পেছন দিকের আঘাত গুরুতর। পরিকল্পনা করে তাকে খুন করা হয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতেই পথেই মৃত্যু হয় তার।

ফোর্টিন টাইমলাইন, মানিকতলা, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close