Kolkata : পাঁচতলা থেকে পড়ে বধূর মৃত্যু, স্বামী ধৃত

আরও পড়ুন

এক সদ্য বিবাহিতার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বাগুইআটির আমবাগান সংলগ্ন অঞ্চলে। বহুতলের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তার মৃতদেহ। মৃত ওই বধূর নাম তিতাস নন্দী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দেখে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ। তারা আটক করে স্বামীকে।

সূত্রের খবর, মাসখানেক আগে রেজিস্ট্রির পর, স্বামীর সঙ্গে এক বহুতল আবাসনের একতলায় ভাড়া থাকতেন ওই মহিলা। ওই বহুতলের বাসিন্দাদের দাবি, বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। শুক্রবার রাতে পাঁচতলার ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ায় ওই মহিলার মৃত্যু হয় বলে দাবি বাসিন্দাদের। এই ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে মৃতার পরিবারে। আত্মহত্যা, নাকি খুন তার এমন মৃত্যুতে প্রশ্ন উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, বাগুইআটি, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close