Kolkata : পুরনো বাড়ির অংশ ভেঙে পড়ায় দুর্ঘটনার কবলে ক্রেতা

আরও পড়ুন

সকালে বাজার করতে এসে দুর্ঘটনার কবলে পড়লেন এক ব্যক্তি। বাজারের একটি তিনতলা বাড়ির কার্নিশ ভেঙে পরে এক দোকানের ওপর। সেই কার্নিশের ভাঙা অংশের আঘাতে গুরুতর আহত হন এক ক্রেতা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার পার্ক সার্কাসের একটি বাজারে। আতঙ্কে রয়েছেন ওই বাজারের ক্রেতা-সহ বিক্রেতারাও।

সূত্রের খবর, এদিন ঘটনাটি ঘটেছে প্রায় সকাল প্রায় ৮ নাগাদ। ওই বাজারে থাকা একটি তিনতলা বাড়িরএকটি অংশের চাঙড় ভেঙে পড়ে এক ক্রেতার ওপরে। ফলে, মাথায় গুরুতরভাবে চোট পান তিনি। স্থানীয়রা তা দেখে ছুঁটে এসে সেই ক্রেতাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাজারে আসা এক ক্রেতা জানান, “আমরা প্রতিদিনই এখানে বাজার করতে আসি। সকাল সকাল এমন ঘটনা ঘটায় গভীর চিন্তায় পড়েছি”। ইতিমধ্যেই বাজারের অভ্যন্তরে থাকা পুরনো বাড়িগুলি মেরামতির দাবি উঠেছে।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close