পঞ্চায়েত নির্বাচনের অভিযোগের তদন্তভার দেওয়া হল সিবিআই-কে। কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা বুধবার এমনই নির্দেশ দেন। আগামী ৭ জুলাই রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, হাওড়ার উলুবেড়িয়ার ২ নম্বর ব্লক প্রার্থী কাশ্মীরা বিবি, ওমজা বিবি মনোনয়নপত্র বিকৃতির অভিযোগ তোলেন। এবিষয়ে তারা দু’জন ব্লক উন্নয়ণ আধিকারিক-এর বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের অভিযোগ, নির্বাচনী নথি বিকৃতির ফলে তাদের মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাদ পড়ে গিয়েছে। বিডিও-র কাছে সেই অভিযোগ জানাতে যান তারা। তবে বিডিও অভিযোগ নেননি বলে তাদের দাবি। তিনি সেই অভিযোগ নেননি বলে এই অভিযোগ কলকাতা হাইকোর্টে পৌঁছয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহার জানিয়েছিলেন, “যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই রাজ্যের কাছে এই তদন্তেরভার দেওয়া সমীচীন হবে না।” এরপর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগের দিন অর্থাৎ আগামী ৭ জুলাই এই মামলার তদন্ত রিপোর্ট হাই কোর্টে পেশের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা হাই কোর্টের এই রায় নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাপান-উতোর শুরু হয়েছে। এই রায়কে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই ব্যাখ্যা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।