Kolkata: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনে কোমর বেঁধে নামল কেন্দ্রীয় নির্বাচন কমিশন

আরও পড়ুন

ভোটার তালিকায় নাম তোলার কাজ নিয়ে রীতিমতো অসন্তুষ্ট জাতীয় নির্বাচন কমিশন। শহর কলকাতার তিনটি জায়গায় বিশেষভাবে এই অসঙ্গতি দেখা দিয়েছে। সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই অভিযোগ জানানো হয়েছিল বহুবার কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে শুরু করে একেবারে বুথ লেভেল অফিসার পর্যন্ত সেই অর্থে দায়িত্ব নিয়ে ভোটার তালিকায় নাম তোলার কাজে সঠিক পদক্ষেপ গ্রহণ করেননি। যার ফলে এই প্রথমবার জাতীয় নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয় রাজ্যের সবক’টি বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন সবকিছু খতিয়ে দেখে একজন সেক্রেটারি এবং একজন আন্ডার সেক্রেটারিকে তড়িঘড়ি পাঠায় শহর কলকাতায়। শুক্রবার কলকাতার বালিগঞ্জ এলাকায় তারা সবকিছু খতিয়ে দেখেন এবং শনিবার উত্তর কলকাতার জোড়াসাঁকো কেন্দ্রে যাবেন এবং বিস্তারিতভাবে সবকিছুর পর্যালোচনা করবেন। কোন কারনবশত উত্তর এবং দক্ষিণ কলকাতায় সাতটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম তোলার কাজ চললেও সেখানে সংখ্যাটি অত্যন্ত নগণ্য পাশাপাশি শহর কলকাতায় সাতটি বিধানসভাকেন্দ্রে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া কেনও হচ্ছে না সেই ব্যাপারে রীতিমতো সন্ধিহান জাতীয় নির্বাচন কমিশন। খুব স্বাভাবিকভাবেই আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে নিয়ে ফের নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছে। তার ফলে ভোটার তালিকার কাজ দেখতেই একজন সেক্রেটারি এবং একজন আন্ডার সেক্রেটারিকে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই রাজ্যে। আগে এই কাজে কারচুপি করা গেলেও বর্তমানে যেহেতু ইআরও নেটের মাধ্যমে সবকিছুই কমিশন এক সেকেন্ডে দিল্লিতে বসেই দেখতে পায়, তাই সেই জায়গা থেকে বর্তমানে কারচুপি করার কোনও জায়গা আর নেই। ফলে দীর্ঘদিন যাবৎ চলে আসা মূলত কারচুপি ধরতেই জাতীয় নির্বাচন কমিশন এবার নড়েচড়ে বসেছে এবং কোমর বেঁধে নেমেছে কেবল পশ্চিমবঙ্গের জন্যই। এখন দেখার বিষয় একটাই, কমিশনের নির্দেশ পালন করতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে একেবারে বিএলও বা বুথ লেভেল অফিসার পর্যন্ত সবাই সঠিকভাবে কাজ করে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সক্ষম হয় কি না সেটাই এখন দেখার।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close