বাবা-মাকে নৃশংসভাবে খুন করার দায়ে ছেলের মৃত্যুদণ্ড ঘোষণা করল আদালত। নৃশংস এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলেকে ৯ বছর পর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। কলকাতার ঠাকুরপুকুরে ২০১৩ সালের ১৫ জুলাই বাড়িতেই জন্মদাতা এবং জন্মদাত্রীকে খুন করে গুণধর ছেলে। বাবা পরেশনাথ সরকার এবং মা ঊষারানি সরকারকে নিজের বাড়িতেই গলা কেটে খুন করেছিল ছেলে শোভন সরকার। তদন্ত চলাকালীন জানা যায়, বাড়ির এক তলায় মাকে এবং বাড়ির দোতলায় বাবাকে খুন করে অভিযুক্ত। এমনকি খুন করার পরে পাশের ঘরে রাত কাটায় সে। পরেরদিন অর্থাৎ ১৬ জুলাই মিস্ত্রি ডেকে বাড়ির মধ্যে চৌবাচ্চার গর্ত খোঁড়ার ফন্দি আটে অভিযুক্ত ছেলে। যা দেখে রীতিমতো সন্দেহ হয় আত্মীয়দের। এরপই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গ্রেফতার করে অভিযুক্ত শোভন সরকারকে। এরই মধ্যে কেটে গিয়েছে ৯ বছর। অবশেষে বাবা-মাকে খুনে দোষী সাব্যস্ত হয়েছে ছেলে শোভন। অভিযুক্ত ছেলে শোভন সরকারের ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত।
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।