শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ৪০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করল শুল্ক দফতরের অধিকারিকরা। দুই যাত্রীর কাছে থেকে আটক করা হয় এই বিপুল পরিমান সোনা। শুল্ক দফতর সূত্রে খবর, একজন যাত্রীর থেকে ৫৩৯.১ গ্রাম ২৪ ক্যারেট সোনা এবং আরেকজনের কাছ থেকে ২২৮.৫ গ্রামের মত রুপোর চেন ও বালা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা এবং রুপোর যৌথ বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
শুক্রবার চার যাত্রীর কাছ থেকে প্রায় হাজার গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। ওই রাতেই পুনরায় কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতরের অধিকারিকরা আরও দুই যাত্রীর কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এসেছে এই সোনা ? কে বা কারা এর সঙ্গে যুক্ত তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, দমদম,কলকাতা।