Kolkata: আগামী ২১ অগস্ট পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার সম্ভাবনা

আরও পড়ুন

বিগত ২০ জুন বিজেপি পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করে। এই তত্বকে এবার খণ্ডন করতে পাল্টা রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবসের তারিখ নির্দিষ্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
স্পিকার যে কমিটি গঠন করেছেন, তার আজ প্রথম বৈঠক ছিল। বৈঠকে বেশ কয়েকটি তারিখ উঠে আসে।
১ বৈশাখকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করার পক্ষে সওয়াল করেন ব্রাত্য বসু। অন্যদিকে, ফিরহাদ হাকিম ২৮ মে-কে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালনের পক্ষে সওয়াল করেন। শিউলি সাহা বলেন, ১৫ আগস্টকে ( ১৯৪৭ সালে যা ২৯ শ্রাবণ ছিল) ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করা হোক। সংশ্লিষ্ট কমিটির সদস্য করা হয়েছে মনোজ টিগ্গাকে-ও। তিনি এই বৈঠকে আসেননি। আগামী ২১ তারিখ এই কমিটির দ্বিতীয় বৈঠক।


চলতি অধিবেশনে রাজ্যপালের ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের বিরুদ্ধে শাসকদল ১৮৫-এ প্রস্তাব আনবে।
২৮ মের গুরুত্ব হ’ল, এই দিন বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম ‘বঙ্গ’ অথবা ‘বাংলা’ করার প্রস্তাব এসেছিল। কমিটির নাম, ‘পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটি’।

যদিও শেষমেশ কি সিদ্ধান্ত উঠে আসে তা অবশ্য সময়ই বলবে।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close