টেনিদার চরিত্র অবিস্মরণীয়। আপামোর বাঙালি কখনোই ভুলতে পারবে না তাকে। বিশেষ করে শিশু মন থেকে শুরু করে যৌবনে পা রাখা কোনও ছেলে-মেয়ে আজও ভুলতে পারেনি উত্তর কলকাতার সেই টেনিদাকে। এবার সেই টেনিদাকেই সামনে রেখে উত্তর কলকাতা নির্বাচনী আধিকারিকের দফতর-সহ জাতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে ম্যাসকট তৈরি করল। উত্তর কলকাতার সাধারণ মানুষকে বুথমুখি করার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ড. আরিজ আফতাব। বুধবার উত্তর কলকাতার যেসব বিল্ডিং-এর এক অনুষ্ঠানের মধ্য দিয়েই এবারের ম্যাসকটকে শুভ সূচনা করেন তিনি। পাশাপাশি তিনি এটাও জানান, যেহেতু উত্তর কলকাতার মানুষের ভোটদানের হার অত্যন্ত কম সে কারনেই উত্তর কলকাতার মানুষ যেনও আসন্ন লোকসভা নির্বাচন থেকে বাদ না পড়ে যান, সে কারনেই তাদের এই অভিনব উদ্যোগ। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রত্যেকবার উত্তর কলকাতা নির্বাচনী আধিকারিকের দফতর সকলের আগে এবং সবার সেরা কাজ করে রীতিমতো দৃষ্টি আকর্ষণ করে থাকে। এবছরেও কোনও জায়গায় তাদের কাজে খামতি থাকল না। উত্তর কলকাতা নির্বাচনী আধিকারিক এর দফতরের সব কর্মকর্তা থেকে শুরু করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কর্মকর্তারা বছরভর উত্তর কলকাতার মানুষের জন্য যেভাবে পথে নেমে কাজ করে চলেছেন মানুষকে বুথমুখি করার জন্য, আদপে আসন্ন লোকসভা নির্বাচনে কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।
উত্তর কলকাতার নির্বাচন কমিশনের অফিস ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।