Kolkata: অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভোট করবে নির্বাচন কমিশন

আরও পড়ুন

বুথ জ্যাম ছাপ্পা ভোট রুখতে লোকসভা নির্বাচনে আসছে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি।যে সব বুথে ওয়েব কাস্ট হবে সেখানে ব্যবহার করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স। ইতিমধ্যেই ওয়েব কাস্টিং নিয়ে ই-টেন্ডার ডেকেছে নির্বাচন কমিশন। এর আগে webcast ওয়েব কাস্ট নিয়ে একাধিক অভিযোগ ওঠে। এবার তাই সরাসরি AI প্রযুক্তিতে ভরসা রাখতে চলেছে কমিশন।


প্রযুক্তিকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনে সব রকম কারচুপিকে আর্টিফিসিয়ালি নিয়ন্ত্রণ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বিশেষ করে ওয়েব কাস্টিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়েই আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়ে গিয়েছে যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ই-টেন্ডার হয়ে গিয়েছে ওয়েব কাস্টিং নিয়ে। এবারের লোকসভা নির্বাচনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়েই বিরোধীদের তোলা সব অভিযোগ কে নস্যাৎ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে প্রযুক্তির মাধ্যমেই এবার এক নিমেষ ওয়েব কাস্টিং এর খুঁটিনাটি ধরা পড়বে জাতীয় নির্বাচন কমিশনের সকলের চোখে। উল্লেখ্য, এর আগে শাসক থেকে বিরোধী সকলেই অভিযোগ তুলেছিল নির্বাচন কমিশনের দিকে এই ওয়েবকাস্টিং-কে নিয়ে। ব্রেক কাস্টিং ইউ বেশ কিছু জায়গায় খামতির অভিযোগ ছিল। কিন্তু এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করবে তাতে আর কোনও অভিযোগের আঙ্গুল উঠবে না বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। এখন দেখার বিষয় একটাই- নির্বাচন প্রকাশ হওয়ার আগে থাকতেই জাতীয় নির্বাচন কমিশন এই প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সহ যেসব পদক্ষেপগুলি করছে তাতে এখন এই রাজ্যে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কতটা সক্ষম হয় জাতীয় নির্বাচন কমিশন সেটাই এখন দেখার।

কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close