রাজ্যের জেলা ভিত্তিক পর্যটনের প্রচার ও প্রসারে রাজ্য সরকার উৎসবের মরশুমের আগে বিশেষ প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। জেলাভিত্তিক পর্যটন প্যাকেজ তৈরি করতে কোন জেলায় কী কী দর্শনীয় স্থান রয়েছে, তার বৈশিষ্ট্য-সহ যাবতীয় খুঁটিনাটি বিবরণ-সহ প্রত্যেক জেলাকে তা পর্যটন দফতরের কাছে আগামী সপ্তাহের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলাকে এধরনের পাঁচটি করে প্যাকেজ তৈরি করতে বলা হয়েছে বলে পর্যটন দফতর সূত্রে জানা গেছে। জেলা প্রতি পাঁচটি করে এমন ট্যুর প্যাকেজ তৈরি করতে বলা হয়েছে। ট্যুর প্যাকেজগুলি ভালো করে প্রস্তুত করে সেগুলি সোশাল মিডিয়া, ওয়েবসাইট ও বিভিন্ন পর্যটন মেলায় প্রচার করবে সরকার। প্রতিটি প্যাকেজের সঙ্গে ভালো ছবি বা ভিডিও পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যে সে তথ্য পর্যটন দফতরের কাছে পাঠাতে হবে।
বিশেষত, দু রাত তিনদিন, এক রাত দু’দিন এরকম ছোট ছোট ট্যুর প্যাকেজের উপর বিশেষ জোর দিতে বলা হয়েছে। পর্যটন স্থানের বিশেষত্বের উপর নির্ভর করে হবে প্যাকেজ।জেলায় ধর্মীয় স্থান, জঙ্গল, চলাচলের ব্যবস্থা, ট্রেকিং, সাফারি এই ধরেনের কী কী আকর্ষণ রয়েছে সেগুলি জায়গা পাবে প্যাকেজে। জেলার মধ্যে আন্তঃসংযোগকারী সমস্ত পর্যটন স্থানের বিস্তারিত রুট ম্যাপ সংযুক্ত করা হবে প্যাকেজে। তবে এমন প্যাকেজের খবরগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের ব্যবস্থা করলে তাদের আয়ের উৎসও বাড়তে পারে বলে মনে করছেন সামাজিক মাধ্যমের পরিচালকরা।
কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।